আল-কায়েদা সিরিয়ান ভিত্তিক শাখা তানযিম হুররাস আদ-দ্বীনের নেতার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
সিরিয়ান ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে, ইদলিব সিটির “আরিহা” পল্লি এলাকাতে তানযিম হুররাস আদ-দ্বীনের নেতাদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য ড্রোন হামলা চালিয়য়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন শাইখ “কাসসাম আল-উর্দুনী” ও প্রখ্যাত ইসলামী বক্তা “বিলাল আস-সান’আনী" ।
শাইখ কাসসাম আল-উর্দুনী ছিলেন তানযিম হুররাস আদ-দ্বীনের সামরিক বিভাগের ডিপুটি। এছাড়াও তিনি “জাইশুল বাদিয়া” এর প্রধান আমীরও ছিলেন।
আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের পরামর্শে তিনি তার দল জাইশুল বাদিয়া এবং ছোট বড় আরো ২১টি দলের প্রধান উমারাগণ নিজেদের সংগঠনীক নাম বিলুপ্ত করে গঠন করেন “তানযিম হুররাস আদ-দ্বীন”। যা বর্তমান আল-কায়েদা সিরিয়ান শাখা নামে পরিচিত।
নিহতের পূর্বে আল-কায়েদা সমর্থিত গ্রুপগুলোর নতুন জোট (ফাসবুতু) এর বৈঠক শেষে গাড়ি দিয়ে নিজ অবস্থানে ফিরার পথেই তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।
জানা যায় যে, মার্কিন বাহিনীর ড্রোন হামলার পূর্বে উক্ত এলাকার আকাশ পথে ৩টি তুর্কি যুদ্ধবিমান টহল দিয়েছিলো, এর কিছুক্ষণ পরেই তাদের উপর ড্রোন হামলাটি চালায় আমেরিকা।
উল্লেখ্য যে,মার্কিন বাহিনী সিরিয়ায় তাদের সকল বিমান ও ড্রোন হামলাগুলো তুরষ্কে অবস্থিত মার্কিন বাহিনীর ৫টি সামরিক ঘাঁটি হতেই পরিচালিত হয়ে আসছে।
0 Comments