স্মার্টফোন যে কারনে গরম হতে পারে
আপনার ফোন কম দামি বলে বেশী গরম হয় তা কিন্তু ঠিক নয় , স্বাভাবিক ভাবে স্মার্ট ফোন ৩৭-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে , তবে স্ট্যান্ড বাই মোডে যদি ৪০ ডিগ্রি গরম হয় তবে বুজবেন ফোনে সমস্যা আছে ।মোবাইল ফোন কোম্পানিগুলো বর্তমানে স্মার্ট ফোন দিন দিন পাতলা করছে ।ফোন এর ব্যাটারি যত দুর্বল হবে স্মার্ট ফোন ততই তাপ উতপন্ন করবে ।এমনকি ব্যাটারি রি চার্জ বা ডিস চার্জ হবার সময় ও ফোন তাপ উতপন্ন করতে পারে ।স্মার্ট ফোন গরম হওয়ার আরেকটি কারন হচ্ছে প্রসেসর গরম হওয়া ।আপনারা অনেকেই জানেন স্মার্ট ফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর ।প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় ই কাজ করে । ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে স্মার্ট ফোন তৈরি হয় , যা স্মার্ট ফোনের বডির সাথে লাগানো থাকে ফলে তাপ অনুভুত হয় ।এ ছাড়া ফোন গরম হওয়ার অন্য কারন হল দুর্বল নেটওয়ার্ক । আবার ওআই ফাই ব্যাবহারে নেটওয়ার্ক এর উপর অধিক চাপ পরে । দুর্বল নেটওয়ার্ক পেতে অনেক বেগ পেতে হয় ,যার ফলে প্রসেসর গরম হতে পারে ।তাই সবসময় খেয়াল রাখবেন ফোন এ যেন চার্জ থাকে । এক সঙ্গে বেশি অ্যাপ চালু রাখবেন্না । স্মার্ট ফোন বেশী ব্যবহার করলে বা গেম খেললে ফোন গরম হয় এটা একেবারেই ভুল । রাম ও ক্যাশ মেমরি সবসময় পরিস্কার রাখুন।
0 Comments