add

হেরাতে তালেবান যোদ্ধাদের হামলায় ৭ মার্কিন সেনাসহ ৬ আফগান সেনা হতাহত।


হেরাতে তালেবান মুজাহিদদের হামলায় ৭ মার্কিন সেনাসহ ৬ আফগান সেনা হতাহত।

আফগানিস্তানের হেরাত প্রদেশের সিঙ্গজাল ও বারামকান অঞ্চলে তালেবান যোদ্ধাদের  বিরুদ্ধে অভিযান শুরু করার লক্ষ্যে হেরাত প্রদেশ হতে বিপুলসংখ্যক  মার্কিন সেনা সিঙ্গজাল এলাকায় এসে অবস্থান নেয়।

উক্ত এলাকায় অবস্থানরত তালিবান যোদ্ধারা মার্কিন সেনাদের আগমনের সংবাদ পেয়েই  তাদের  উপর হালকা ও ভারী অস্ত্র দ্বারা হামলা চালানো শুরু করেন।

এরপর শুরু হয় উভয় বাহিনীর মাঝে তীব্র লড়াই। উভয় বাহিনীর প্রচন্ড সংঘর্ষের সময় তালিবানদের  হামলায় নিহত হয় ৪  মার্কিন সেনা এবং আহত হয় আরো ৩ জন । এছাড়াও তালিবানদের হামলায় ৪ আফগান সেনা নিহত হয় এবং আহত হয় আরো ২  সেনা।

অপরদিকে মার্কিন  বাহিনীর পাল্টা হামলায় মৃত্যু  বরণ করেন ৩ জন তালিবান যোদ্ধা ও  আরো ২ জন গ্রামবাসী, আহত হন ৪ জন তালিবান যোদ্ধা ।


 এছাড়াওমার্কিন বাহিনী সাধারণ মানুষের ৪টি ঘর ধ্বংস করে দেয়।

Post a Comment

0 Comments