add

৩ মার্কিন গুপ্তচর কে জনসম্মুখে হত্যা করলো তালেবান যোদ্ধারা ।






আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের  প্রতিষ্ঠিত ইসলামি ইমারত গত মঙ্গলবার গাজনী প্রদেশের জাহাঙ্গীর-বাজার এলাকায় শরয়ী আদালতের নির্দেশে ৩ মার্কিন গোয়ান্দাকে জনসম্মুখে হত্যা করেন এবং ৩দিন পর্যন্ত তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখেন যোদ্ধারা ।

উক্ত ৩ গোয়ন্দা হচ্ছে- মুহাম্মাদ মুনীর,  ইউসুফ এবং  মুসা।

তালেবান যোদ্ধারা  উক্ত ৩ গোয়েন্দাকে কয়েক মাস পূর্বে বন্দী করেন এবং ইসলামী আদালতে তাদেরকে অর্পণ করা হয়। পরে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নেয়। যারা অনেক তালেবান যোদ্ধাদের মৃত্যুর সাথে জড়িত ছিল। যাদের তথ্যের ভিত্তিতে  মার্কিন বাহিনী ড্রোন হামলা পরিচালনা করত।

Post a Comment

0 Comments