add

মৃতদের সঙ্গেই দাফন করা হয়েছে শত শত জীবিত মুসলিমকে!!



সিরিয়ার দেইর আজ-জুরের ক্যাম্প বাঘুজ থেকে রক্ষা পাওয়া মুসলিমরা আমেরিকান সমর্থীত কুর্দি সন্ত্রাসী গ্রুপ YPG/PKK/SDF কর্তৃক পরিচালিত হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

তারা জানান, যুদ্ধ চলাকালীন সময় আমেরিকা মুসলিমদের উপর নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে। যাতে পুড়ে ভষ্মীভূত হয়েছেন শত শত জীবিত মুসলিম।

অতঃপর, কুর্দি সন্ত্রাসীরা তাদের অভিযান সমাপ্তের পর আল-বাঘুজে থাকা আহত মুসলিমদেরকে নিহতদের সঙ্গেই কন্সট্রাকশন লোডারের মাধ্যমে জীবিত দাফন করে দিয়েছে। নারী, শিশু, বৃদ্ধ সবাইকেই তারা মাটিতে মিশিয়ে দিয়েছে। আল-বাঘুজে তাদের যুদ্ধাপরাধের সকল চিহ্ন খুব দ্রুততার সাথে মিটিয়ে দিচ্ছে।

সম্প্রতি আল-বাঘুজের একটি ভিডিওতে দেখা যায় যে, ঘটনাস্থলে মৃতদেহের কোনো চিহ্নই নেই, যা খুবই বিস্ময়কর। কারণ, অল্প সময়ের ব্যবধানে সেখানে হাজার হাজার মুসলিম শহীদ হয়েছিল, তাহলে তাদের মরদেহগুলো গেল কোথায় ?

এভাবেই আজ বিশ্ব বাসীর চোখের আড়াল করা হচ্ছে আল-বাঘুজ ক্যাম্পের হাজার হাজার মুসলিম গণহত্যার চিত্র।

Post a Comment

0 Comments