add

তালেবান যোদ্ধাদের হামলায় ২ মার্কিন সেনাসহ ২৭ আফগান সেনা হতাহত।



তালেবান যোদ্ধাদের  হামলায় আফগানিস্তানের হেলমান্দ ও হেরাতে ২৯  সেনা হতাহত, ১০ টি ট্যাংক ধ্বংস।

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিণ জেলায় গত ২২ জানুয়ারী মঙ্গলবার সকাল-বেলায়  মার্কিন ও আফগান সেনারা তালিবানদের  উপর যৌথ হামলা চালানো শুরু করে। যার ফলে তালেবান যোদ্ধারা  মার্কিন  বাহিনীকে লক্ষ্য করে তাৎক্ষনিকভাবে জবাবি হামলা চালানো শুরু করেন। এসময় তালিবানদের  তীব্র জবাবি হামলায়  মার্কিন বাহিনীর ৭টি ট্যাংক ধ্বংস হয়ে যায় এবং ২ এরও অধিক  মার্কিন সেনা হতাহত হয়। এসময় তালিবান যোদ্ধারা অন্যান্ন যুদ্ধাস্ত্রের পাশাপাশি একটি ড্রোনও দখল করেন।

তবে এই অভিযানের বিস্তারিত সংবাদ এখনো জানা যায়নি,

এদিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের শিন্দাদ জেলায় মঙ্গলবার সকাল ১০:০০ সময় মুর্তাদ আফগান বাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালান তালেবান মুজাহিদগণ। যার ফলে তালিবানদের  হামলায় মার্কিন বাহিনীর ৩টি ট্যাংক ধ্বংস, ১৩ সেনা নিহত ও ১৪ সেনা আহত হয়।

সূত্রঃ আল-ইমারাহ্। 

Post a Comment

0 Comments