মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নানগারহার প্রদেশের প্রসিদ্ধ কমান্ডার শাহাদাৎ বরণ করেছেন।
“আল-আখবার” সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আফগানিস্তানের নানগারহার প্রদেশের প্রসিদ্ধ কমান্ডার শাইখ ইউনূস ইলিয়াস রহ. গত ১৮ জানুয়ারী ড্রোন হামলায় মৃত্যু বরণ করেছেন, এসময় তার এক সাথিও মার্কিন বাহিনীর ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। নানগারহারে আফগান ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তিনি ছিলেন একজন প্রসিদ্ধ কমান্ডার।
উল্লেখ্য ইউনূস ইলিয়াসকে মারার জন্য ইতি পূর্বেও আরো তিনবার ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী।


0 Comments