add

চীনে ২০ লক্ষ মুসলিম কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী, চলছে নির্যাতন ও ধর্মান্তরিত করার চেষ্টা





জেনেভায় অবস্থিত জাতিসংঘ অফিস চীনের মানবাধিকার নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছে।তাদের দাবী হলো বর্তমানে “পূর্ব তুর্কিস্তানী বিশ লক্ষের অধিক উইঘুর এবং অন্য জাতিসমূহের মানুষরা চায়নার কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী রয়েছেন।


 যাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করাসহ ধর্মান্তরিত করারও চেষ্টা চালাচ্ছে দেশটির  কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments