ফারইয়াব প্রদেশের আলমার ও কাইসার জেলাসমূহে আফগান সেনারা চেকপোস্ট ছেড়ে পলায়ন করেছে।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়,তালিবানদের সম্ভাব্য হামলার ভয়ে, আলমার জেলার পেশ কুরাহ ও নৌগিল পায়ি এলাকায় অবস্থিত ৬টি চেকপোস্ট ছেড়ে পলায়ন করেছে সেনারা। পশ্চাদপসরণের ফলে বিনা রক্তপাতেই বিশাল এলাকা বিজয় করেছেন তালেবান যোদ্ধারা এদিকে, দোওনকেল্লা এলাকায় হাজী মুহাম্মদ সালেহ ১৯জন সৈন্যসহ তালিবানদের কাছে আত্নসমর্পণ করেছেন।
উল্লেখ্য, আত্নসমর্পণকারীরা ১টি ভারী মেশিনগান, ৫ টি রকেট লাঞ্চার ও ১৮ ক্লাশিনকভসহ বিভিন্ন প্রকার সামরিক সরঞ্জাম তালিবান যোদ্ধাদের কাছে অর্পণ করেছেন।
অন্যদিকে, কাইসার জেলা থেকে সংবাদ আসে, আরক্লিক বাওরাঈ ও সোর এলাকায় আরো ৩জন আফগান সেনা তালিবানদের কাছে আত্নসমর্পণ করেছেন।
0 Comments