যাবুল প্রদেশের সদর মাকাম কালাত শহরে আফগান সেনাদের উপর হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়রা তালেবান যোদ্ধারা।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রোজ বুধবার আনুমানিক সকাল ৮টা বাজে, কালাত শহরের নিকটবর্তি স্থানে যোদ্ধাদের একের পর এক বোমা বিস্ফোরণ হামলায় সামরিক ট্যাংক ও রেঞ্জার গাড়ী ধ্বংস হয়ে তাতে আরোহী ৬ সেনা নিহত হয়েছে।
বিপরীতে সৈন্যদের গুলিতে ১জন তালিবান যোদ্ধা আহত হয়েছে ।
0 Comments