
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, মঙ্গলবার ও বুধবারের মাঝামাঝি রাতে স্থানীয় সময় আনুমানিক ২টা বাজে, আখতাপাহ এলাকার লুগমানো গ্রামের নিকটবর্তী অবস্থিত সামরিক বেস ও চেকপোস্টে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা।ফলে সামরিক বেস ও চেকপোস্ট দখলে নিয়েছে তালিবান যোদ্ধারা।
আর সেখানে অবস্থানরত সেনাদের ২৬ সেনা নিহত হয়েছে। ১টি ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়াও, কমান্ডার মুদ্দাছছির গুরুতর আহত হয়েছে।
উল্লেখ্য সৈন্যদের গুলিতে ২জন তালিবান যোদ্ধা মৃত্যু বরণ করেছেন।
0 Comments