add

আফগানিস্তানের গজনী প্রদেশের মালিস্তান জেলা তালিবানদের দখল , এক জেনারেল বন্দী, কমান্ডারসহ ৪২ সেনা নিহত


আফগানিস্তানের উরুজগান প্রদেশের প্রাদেশিক NDS প্রধান জেনারেল আব্দুস সামাদ আজ গজনী প্রদেশের মালিস্তান জেলায় তালেবানদের হাতে আটক হয়েছে।তালিবানদের  বিরুদ্ধে উক্ত জেলার প্রশাসনিক এরিয়াকে প্রতিরক্ষার জন্য তাকে সেখানে মোতায়েন করা হয়েছিল।

অনলাইন ভিত্তিক ভিভিন্ন সংবাদ সুত্রে জানা যায়  জেলা প্রশাসন কম্পাউন্ডে আফগান  সেনাবাহিনীর ১১ জন কমান্ডো ও তাদের সহযোগী ৩১ জন অন্যান্য বাহিনীর সদস্য নিহত হয়েছে। ্তালিবান যোদ্ধারা  জেলা প্রশাসন, পুলিশ সদর দপ্তর এবং ৬টি সিকিউরিটি পোস্ট  নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে জেলাটিতে পরিপূর্ণ রুপে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

Post a Comment

0 Comments