add

আফগানিস্তানের গজনী প্রদেশে সেনা বহরে তালিবান হামলাঃ ২ ট্যাংক ধ্বংস, ২২ সেনা হতাহত


ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা গজনী প্রদেশের কুরাবাগ, শালগর ও খোগিয়ানী জেলাসমূহে দুশমনদের উপর হামলা চালিয়েছেন।

আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রোজ মঙ্গলবার দুপুর বেলায় কুরাবাগ জেলার মাশকী এলাকায় কাবুল-কান্দাহার মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা। যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিলো। ফলে, ৭ সেনা নিহত ও ৫ সেনা আহত হয়েছে। এছাড়াও, হামলার সময় ২টি সামরিক ট্যাংক ধ্বংস হয়েছে।

এদিকে, রোজ মঙ্গলবার সন্ধ্যায় শালগর জেলার চারদেওয়াল বাজারে সেনা ঘাঁটির নিকটবর্তি ও খানী কেল্লা এলাকায় তালিবান যোদ্ধাদের  হামলায় ৪ সেনা নিহত হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার ও বুধবারের মাঝামাঝি রাতে গজনী শহরের নিকটবর্তী খোগিয়ানী জেলার কারিজ এলাকায় অবস্থিত পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ২টি ক্যাম্প দখল করে নিয়েছে যোদ্ধারা। আর সেখানে অবস্থানরত সেনাদের মধ্যে  ৬ সেনা হতাহত হয়েছে। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন ।






 This offer only for Germany residents.

Post a Comment

0 Comments