ফারাহ প্রদেশের সদর মাকাম ফারাহ শহর ও জোয়েন জেলার সংলগ্ন এলাকার সামরিক ঘাঁটি থেকে আফগান সেনারা পিছু হটে গেছে ।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, তালিবানদের সম্ভাব্য
হামলার ভয়ে, গত বৃহস্পতিবার বিকেলে প্রাদেশিক রাজধানী ফারাহ শহরের শিমালগাহ
এলাকায় অবস্থিত সামরিক ইউনিট ছেড়ে আফগান সেনারা
পলায়ন করেছে।
ঐ বার্তায় আরো জানা যায়, জোয়েন জেলার চোওলার এলাকার একটি চেকপোস্ট ছেড়েও পলায়ন করেছে সেনারা।
ফলে, বিনা রক্তপাতেই একটি বিশাল এলাকা তালিবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
0 Comments