add

আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের হামলায় আফগান বাহিনীর বিমান ভূপাতিত এবং ২৫ সেনা নিহত


আল ইমারাহ  অনলাইন বার্তা সংস্থার রিপোর্টে জানা যায়,
আজ সকাল 10:00 সময় আফগানিস্তানের ফারাহ প্রদেশে তালিবান যোদ্ধারা আফগান  বাহিনীর একটি হেলিকপ্টার ভুপাতিত করেছেন।



এসময় হেলিকপ্টারে থাকা 25 আফগান সরকারী কর্মকর্তা  নিহত হয়, এদের মধ্যে রয়েছে আফগান সেনা বাহিনীর সিনিয়র সেনা প্রধান, প্রাদেশিক সংসদ সদস্য এবং সামরিক বাহিনীর ডিপুটি কমান্ডারসহ বেশকিছু উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা।

Post a Comment

0 Comments