উরোজগান প্রদেশের খাস উরোজগান জেলায় আফগান সেনাদের উপর হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রবিবার রাত কান্দালান ও জাংগারিগ এলাকায় সেনারা তালিবান ক্যাম্পে হামলা চালায়। পরে তালিবান যোদ্ধারা পাল্টা আক্রমণ চালালে সৈন্যরা গুরুতর প্রতিরোধের সম্মুখীন হয়। দু’পক্ষের তুমুল সংঘর্ষের ফলে, ৮ সেনা হতাহত হয়েছে। এছাড়াও, ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন যোদ্ধারা।
উল্লেখ্য, তালিবান যোদ্ধারা আফগান সৈন্যদের থেকে ৬টি গাড়ী, ৫টি মোটরবাইক ও ৮টি অন্যান্য যুদ্ধাস্ত্র দখল করেছেন।
0 Comments