add

আফগানিস্তানের ৩টি প্রদেশে ৭টি ভোটকেন্দ্র ও ১০টি চেকপোস্ট তালিবান যোদ্ধাদের দখল, ৭১ একটিভিস্ট যোদ্ধাদের হাতে আটক

আফগানিস্তানের ৩ প্রদেশে  ৭টি ভোটকেন্দ্র ও ১০টি চেকপোস্ট দখল, ৭১ একটিভিস্ট গ্রেপ্তার

ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা মিদান, কুন্দুজ ও বাগলান প্রদেশসমূহে সেনাঘাঁটি ও ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে ।

আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, রোজ শুক্রবার বিকাল বেলায় মিদান প্রদেশের জালরিজ জেলার একটি বাজারে সেনা কমান্ডার হারুনকে যোদ্ধারা হত্যা করেছেন। আর কাবুল, বামিয়ান বিশ্বরোড এখন পরিপূর্ণভাবে তালিবানদের  নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, শুক্রবার ও রবিবারের মাঝামাঝি রাতে নরখ জেলার সেনাঘাঁটির  ৩টি চেকপোস্টে তীব্র হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা । ফলে, ২টি চেকপোস্ট বিজয় হয়েছে। আর সেখানে অবস্থানরত সেনারা হতাহত হয়েছে। এছাড়াও যোদ্ধারা  ৩টি ভারী মেশিনগান, ২টি ক্লাশিনকভ, ২টি রকেট লাঞ্চার ও ১টি রাইফেলসহ অন্যান্য সামরিক সরঞ্জাম দখল  করেছে ।

অন্যদিকে, বাগলান প্রদেশ থেকে সংবাদ পাওয়া যায়, বরকাহ জেলার ৫টি নির্বাচনী ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে তালেবান যোদ্ধারা ,আর এসময় কেন্দ্রে অবস্থানরত ৭০জন একটিভিস্টকে আটক করেছেন তারা।

এমনিভাবে, রোজ শনিবার সকাল বেলায় সংগে সিরাজ এলাকায় কাবুলের উত্তর পাশের রাস্তা বন্দ করে দিয়েছেন যোদ্ধারা। এবং কারাও এলাকার ভোটকেন্দ্রে হামলা চালালে, ১ সন্ত্রাসী নিহত, ১ আহত ও ১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টে আরো জানা যায়, কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব জেলার সামরিক ঘাঁটি, আশে পাশের চেকপোস্টগুলো ও ভোটকেন্দ্রে তীব্র হামলা চালিয়েছেন যোদ্ধারা। যা এখনো অব্যাহত রয়েছে। ফলে, এখন পর্যন্ত ৮টি চেকপোস্ট ও ৭টি ভোটকেন্দ্র দখল করতে সক্ষম হয়েছেন যোদ্ধারা। এসময় অসংখ্  সেনারা হতাহতও হয়েছে। এছাড়াও যোদ্ধারা  কুন্দুজ শহরের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে আসা-যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। আর সেনা ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ।

This offer  only for France resident 




Post a Comment

0 Comments