
আল-ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, পাড়াও এলাকায় অবস্থিত আফগান বাহিনীর সামরিক ঘাঁটির নিকটবর্তী চেকপোস্টে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। ফলে, ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যোদ্ধারা । আর সেখানে অবস্থানরত সেনাদের মধ্যে ৭ সেনা নিহত হয়েছে। এসময় তালিবানদের হাতে গ্রেপ্তার হয়েছে আরো ৯ সেনা।
এছাড়াও তালিবান যোদ্ধারা ২টি সামরিক ট্যাংক, ১টি এন্টি ইয়ারক্রাফট গান, ২টি রকেট লাঞ্চার, ২টি ভারী মেশিনগান, ১টি আমেরিকান রাইফেল ও ১টি স্নাইপারগানসহ বিভিন্ন প্রকার যুদ্ধাস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ।
Link only for Germany resident

https://www.cpagrip.com/show.php?l=0&u=159577&id=20741&tracking_id=
0 Comments