add

আফগানিস্তানের মিদান ও বলখ প্রদেশে তালিবান যোদ্ধাদের হামলাঃ চেকপোস্ট দখল, কমান্ডারসহ ২৮ সেনা নিহত


আফগানিস্তান এ  তালেবান যোদ্ধারা বলখ ও মিদান প্রদেশের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছেন।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, গত দু’দিন আগে বলখ প্রদেশের চিমতাল জেলায় বাবাচোওশাকার তাপাহ এলাকায় অবস্থিতসৈন্যদের চেকপোস্টসমূহে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা। । পরে নতুন সেনাবাহিনী আসলে যোদ্ধারা তাদের উপরও হামলা চালায়। ফলে, ১৩ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ সেনা। এছাড়াও ১ ট্যাংক ধ্বংস হয়েছে।

বিপরীতে সৈন্যদের  গুলিতে ৫ তালিবান যোদ্ধা   আহত হয়েছেন।
এদিকে, মিদান প্রদেশ থেকে সংবাদ পাওয়া যায়, ঐ একই সময় রাতের বেলা চক জেলার শত্রুঘাটির নিকটবর্তি চেকপোস্টসমূহে হামলা চালিয়েছেন তালিবান যোদ্ধারা এতে কমান্ডারসহ ১৩ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য সেনা।
উল্লেখ্য, তালিবান যোদ্ধারা ২ সামরিক ট্যাংকসহ বিভিন্ন প্রকার হালকা ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণে নিয়েছে ।

Post a Comment

0 Comments