তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের একটি সেনা ইউনিটে হামলা চালিয়েছে।
আল ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবারের
মাঝামাঝি রাতে দাশতে আরচি জেলার কুরলাক এলাকায় অবস্থিত বেলোলাও নামক একটি
বিশাল চেকপোস্টে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র হামলা চালিয়েছ তালেবান যোদ্ধারা। ফলে, চেকপোস্টটি তালিবানরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় । আর
সেখানে অবস্থানরত সেনা কমান্ডার আব্দুর রহমানসহ ২৭ আফগান সেনা
নিহত হয়েছে। এছাড়াও, ৩ আমেরিকান ভারী মেশিনগান, ৫ আমেরিকান এম
15 বন্দুক ও কমান্ডো মার্টার তোপসহ অন্যান্য বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র তালিবান যোদ্ধারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এদিকে, রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুন্দুজ শহরের বাগমেরী এলাকায় এক আফগান সেনাকে হত্যা করেছেন তালিবান যোদ্ধারা।
0 Comments