প্রাপ্ত রিপোর্টে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টা সময় লাগমান প্রদেশে
মোহতারালাম শহরে গুল আরাম এলাকায় দখলদার মার্কিনীরা ড্রোন বিমান দিয়ে একটি
মসজিদে হামলা চালিয়েছে। ফলে, মসজিদটি বিধ্বস্ত হয়ে, মসজিদের ইমামসহ ৫
নামাজী শহিদ হয়েছেন।
আহত হয়েছেন আরো ৪ মুসলিম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
0 Comments