হেলমান্দ প্রদেশের নাওয়াহ, নাদআলী ও মারজাহ জেলাসমূহে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা।
রিপোর্টে জানা যায়, রোজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা বাজে, নাওয়াহ জেলার
যারাস এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা। ফলে
রেঞ্জার গাড়ী ধ্বংস হয়ে কমান্ডার (আমানুল্লাহ) সহ পুলিশ নিহত ও ২ এর অধিক
পুলিশ আহত হয়েছে।
নাদআলী জেলা থেকে সংবাদ পাওয়া যায়, মঙ্গলবার আনুমানিক রাত ১১টা বাজে,
শাওয়াল মান্দাহ এলাকায় অবস্থিত সেনাদের চেকপোস্টে লেজারগান হামলা
চালিয়ে ৪ সৈন্য হত্যা করেছেন তালেবান যোদ্ধারা।
এদিকে, মারজাহ জেলায় মঙ্গলবার রাত আনুমানিক রাত ৯টা বাজে, যোদ্ধারা জেলা
কেন্দ্রে লেজারগান হামলা চালিয়ে ১ সেনাকে হত্যা করেছেন
0 Comments