add

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাবেক নিরাপত্তা কমান্ডার তলিবান যোদ্ধাদের হাতে গ্রেফতার

আফগানিস্তানে তালেবান যোদ্ধারা ভিভিন্ন প্রদেশ  বিজয় করে চলেছে ।

শুধু গতকালেই তালেবান যোদ্ধাদের হামলায় দেশটির বিভিন্ন প্রদেশে 164 ন্যাটো ও আফগান সেনা নিহত হয়, আহত হয় আরো অনেক  আফগান সেনা। তালেবানরা  বিজয় করেন অনেকগুলো এলাকা।

এদিকে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাবেক নিরাপত্তা কমান্ডার, আব্দুর রহমান সারজাঙ্গ, ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধাদের  হাতে গ্রেপ্তার হয়েছে।

Post a Comment

0 Comments