add

যাদু বিদ্যার বর্তমান স্বরূপ

ব্রাজিলের Christ the Redeemer স্ট্যাচু এর সামনেযিশু ভঙ্গিমা দর্শকদের সামনে ভেসে আছে ডায়নামো


যাদু এমন এক বস্তুকে বলা হয় যার উপকরণ নিতান্ত গোপন ও সূক্ষ্ণ হয়ে থাকে। যাদুর প্রকৃত অস্তিত্ব রয়েছে। কোন যাদু মনের উপর আছর করে এবং কোনটা দেহের উপর। ফলে মানুষ কখনো অসুস্থ হয়ে পড়ে, কখনো নিহতও হয় এবং এর দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যেও বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায়।এতে শয়তানদেরকে ব্যবহার করা হয়, তাদের সাথে সম্পর্ক রাখা হয় এবং তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করা হয়, যাতে তারা যাদুকরের কাজ আঞ্জাম দেয়। সুতরাং যাদু শয়তানদের শিখানো বস্তু।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

'সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাক, সাহাবারা জিজ্ঞাসা করলেন সে গুলো কি? তিনি বললেন: আল্লাহর সাথে শরীক করা এবং যাদু....

ইতিমধ্যে দাজ্জালের বিভিন্ন কারামতি অনেক জাদুকরের মাধ্যমে জাদু হিসেবে প্রকাশ পেয়েছে। অনেক জাদুকরকে মাসিয়াহ’র সাথে তুলনা পর্যন্ত করা হয়েছে। কয়েকটি তুমুল আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হল – ক্রিস অ্যাঞ্জেল এর

লেকের পানির উপর দিয়ে হেটে যাওয়া , Luxor Las Vegas এর  চুড়য়  নিজেকে শূন্যে ভাসিয়ে রাখা

ডায়নামোর থেমস নদীতে হেঁটে যাওয়া, ব্রাজিলের Christ the Redeemer স্ট্যাচু এর সামনে “যিশু’র ভঙ্গিমা”য় ভেসে থাকা, ইত্যাদি।

অনেকেই তাদের শূন্যে ভেসে যাওয়া, পানির উপর হাটা ইত্যাদি জাদুগুলোকে জাস্ট ভাঁওতাবাজি বলে চালিয়ে দিতে চায়। কিন্তু সত্য কথা হল, কুরআন থেকে জানা যায় যে শয়তান মানুষকে জাদুর পদ্ধতি শিখিয়েছে। সূরা বাকারার ১০২ নাম্বার আয়াতের তাফসিরে এর বর্ণনা পাওয়া যায়। এই ব্ল্যাক ম্যাজিকগুলো সত্যিকার অর্থেই অনেক সময় এমন হয়ে থাকে যার কারনে আল্লাহর প্রতি বিশ্বাস চলেও যেতে পারে। আমরা আপাতত এসব ম্যাজিকের কথা চিন্তা করে নিজেদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে কিছুটা সচেতন করতে পারি।



Post a Comment

0 Comments