ফারাহ প্রদেশের খাকসফিদ জেলায় আফগান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা।
রিপোর্টে জানা যায়, শুক্রবার ও শনিবারের মাঝামাঝি রাত স্থানীয় সময় আনুমানিক
৯টা বাজে, উল্লেখিত জেলায় একটি সামরিক হেলিকপ্টারকে এন্টি
ইয়ারক্রাফট গান হামলায় ভূপাতিত করেছেন তালিবান যোদ্ধারা। ফলে, তাতে আরোহী
কাবুল প্রশাসনের ৩ ঊর্ধ্বতন সামরিক অফিসারসহ ৬ সন্ত্রাসী নিহত হয়েছে।
জানা যায়, আফগান সেনারা যোদ্ধাদের কাছে পরাজিত হয়ে উক্ত
স্থানে বেসামরিক জনগণের উপর ড্রোন হামলা চালায়। ফলে ৩ বেসামরিক মুসলিম শহীদ
হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
0 Comments