add

"গোল্ড" সিনেমা দিয়ে সউদি আরবে শুরু হল বলিউডের যাত্রা ।

সৌদি আরবে প্রথমবারের মতো মুক্তি পেলো বলিউডের ছবি। সুপারস্টার অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে শুরু হলো এই যাত্রা। তিনিই টুইটারে বৃহস্পতিবার (৩০ আগস্ট) আনন্দ নিয়ে খবরটি জানিয়েছেন। এদিন থেকে উপসাগরীয় দেশটিতে দেখানো হচ্ছে ছবিটি। 

ফারহান আখতার প্রযোজিত ও রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’-এ তুলে ধরা হয়েছে ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক ঘটনা।

এর আগে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী  রজনীকান্তের ‘কালা’ মুক্তি পায় সৌদি আরবে। এ বছরের মে মাসে হলিউডের ‘ব্ল্যাক প্যান্থার’-এর মাধ্যমে দেশটিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

৩৫ বছর ধরে সিনেমা হলে ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা ছিল সউদি আরবে

Post a Comment

0 Comments