add

সনাতন বা হিন্দু ধর্মের প্রবর্তক কে ?

আমরা যদি ইসলাম ধর্ম বাদে  জনসংখ্যার ভিত্তিতে  বিশ্বের অন্যান্য প্রধান ধর্মগুলির দিকে তাকাই, তাহলে দেখব প্রতিটি ধর্মই কোনো না কোনো একক ধর্মপ্রচারকের দ্বারা প্রবর্তিত। গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রবর্তন করেছিলেন ; যিশু খ্রিস্ট খ্রিস্টধর্ম এবং ইহুদিরা মোজেস তথা হযরত মুসা (আঃ) কে ইহুদি ধর্মের প্রবর্তক বলে থাকে ।

পবিত্র কোরআন থেকে জানা যায় হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মাদ (সঃ) পর্যন্ত সকল নবীদের ধর্ম ছিল ইসলাম এবং  হযরত ইব্রাহীম( আঃ ) এই ধর্মের অনুসারীদের নাম রাখেন মুসলিম ।

কিন্তু ইতিহাস থেকে জানা যায়  সনাতন বৈদিক বা হিন্দু ধর্ম কোনো এক জন মাত্র ব্যক্তির দ্বারা প্রবর্তিত হয়নি। এটি সনাতনত্বের তথা চিরন্তন সত্যের একটি  বৈশিষ্ট্য। কোনো এক জন নির্দিষ্ট ব্যাক্তির জীবনকথা সনাতন ধর্মের ভিত্তি নয়। তাহলে  সনাতন বা হিন্দু ধর্মের ভিত্তিটি কী ; এর প্রামাণিকতাই বা কোথায়?

সনাতন ধর্মের ভিত্তি হল সেই পরম সত্য ; এক ও অদ্বিতীয় পরমেশ্বর যাকে নানান নামে সকল ধর্মে উপাসনা করা হয়। ব্রহ্মজ্ঞ ঋষিদের ঈশ্বরদর্শনের প্রত্যক্ষ অভিজ্ঞতাই সনাতন ধর্মের প্রামাণিকতা। আমরা সাধারণ মানুষেরা ঈশ্বর সম্পর্কে যা অনুভব করি, তা অসম্পূর্ণ। একমাত্র মহান,সত্যদ্রষ্টা,আপ্তকাম ঋষিদের কাছেই ঈশ্বর প্রকাশিত হয়েছিল যা প্রাচীন ঋষিগণ এক অদ্বিতীয়,সত্য,পবিত্র জ্ঞানময় গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিলেন আর সেই গ্রন্থ,বেদ ই সনাতন ধর্মের মূলভিত্তি

Post a Comment

0 Comments