add

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ইমারতে ইসলামিয়া তালেবান যোদ্ধাদের হামলাঃ সকল ইউনিট বিজয়, ২২ আফগান ও ন্যাটো সেনা হতাহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সদর মাকাম লশকরগাহ শহর ও গুরশাক জেলার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা।

রিপোর্টে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল ৮টায় প্রাদেশিক রাজধানী লশকরগাহ শহরে হালকা নম্বর চারের এলাকায় , পুলিশ কর্মকর্তা ও আফগান সেনাদের উপর হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা। যোদ্ধারা টার্গেট করে পর পর পাঁচবার বোমা বিস্ফোরণ হামলা চালিয়েছেন । ফলে, ১৫ ন্যাটো  সেনা হতাহত হয়েছে।
এসময়,   ৩ তালিবান যোদ্ধা  আহত হয়েছেন এবং  ২ জন নিহত হয়েছেন । এদিকে, গুরশাক জেলা থেকে সংবাদ পাওয়া যায়, বুধবার আনুমানিক রাত ১০টা বাজে নহর সিরাজ এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেন তালিবান যোদ্ধারা । ফলে, সকল ঘাঁটিতে যোদ্ধারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্টা করতে সক্ষম হয়েছেন। ৭ আফগান সেনা  নিহত হয়েছে। আর বাকি সেনারা ময়দান ছেড়ে পলায়ন করেছে।

Post a Comment

0 Comments