সম্প্রতি মুসলিম মহিলাদের পরিধান করা বোরকা নিয়ে বাজে মন্তব্য করে সাবেক
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। বোরকা সম্বন্ধে সে বলেছে, মুসলিম
নারীরা বোরকা পরলে তাদের ‘চিঠির বাক্সের মতো’দেখায় । এছাড়াও, বোরকা পড়া
মুসলিমাদেরকে ‘ব্যাংক ডাকাতদের’ সঙ্গে তুলনা করেছে ইসলাম বিদ্বেষী ঐ
ব্যক্তিটি।তারপর, তার এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় এবং তাকে ক্ষমা
চাইতে বলা বলেও সে ঔদ্ধত্য মনোভাব প্রদর্শন করে। ক্ষমা চাওয়ার পরিবর্তে সে
বলে, নিকাব পড়লে মুসলিম মহিলাদেরকে হাস্যকর লাগে! এভাবেই বিশ্বব্যাপী
মুসলিমদেরকে লাঞ্চনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। পৃথিবীর অনেক দেশে মুসলিম
মহিলাদেরকে বোরকা বা নিকাব পড়তে নিষেধ করা হয়েছে। অথচ, পর্দা করা মুসলিম
মহিলাদের উপর ফরজ।
0 Comments