আফগানিস্তানের যাবুল প্রদেশের শাহ জোয়ি জেলার সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছেন ইমারতে ইসলামিয়ার তালিবান যোদ্ধারা ।
রিপোর্টে জানা যায়, বুধবার রাতে শাহ জোয়ি জেলায় গোওনাট নামক প্রধান ইউনিট এবং আশেপাশের চেকপোস্টগুলোতে হামলা চালিয়েছেন তালেবান যোদ্ধারা। ফলে, ইউনিটসহ ৪ চেকপোস্ট দখল হয়েছে । সেখানে অবস্থানরত সেনাদের ৪০ আফগান সেনা নিহত হয়েছে।
বিপরীতে, আফগান সেনাদের গুলিতে ৬ তালিবান যোদ্ধা আহত হয়েছেন এবং ১ জন যোদ্ধা নিহত হয়েছেন ।
উল্লেখ্য,তালিবান যোদ্ধারা বিভিন্ন প্রকার সামরিক সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন ।


0 Comments