add

আফগানিস্তানের ফারইয়াব প্রদেশে তালিবান যোদ্ধাদের হামলাঃ ১০ আমেরিকান ও আফগান সেনা হতাহত


ইমারতে ইসলামিয়ার তালেবান যোদ্ধারা ফারইয়াব প্রদেশের শিরিন তাগাব জেলায় আমেরিকা ও আফগান সেনাদের উপর হামলা চালিয়েছে।
আল-ইমারাহ অনলাইন বার্তা সংস্থার বরাতে জানা যায়, ইসলাম কেল্লা, তাশ কেল্লা, ফয়েজাবাদ ও কুহে সিয়াদ এলাকাগুলোতে  আমেরিকা ও আফগান সেনাদের উপর হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। যা ২ ঘন্টা যাবত অব্যাহত ছিলো। ফলে,সেনাদের  সামরিক ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়াও ১০ আমরিকান ও আফগান সেনা হতাহত হয়েছে।
বিপরীতে আমেরিকান সৈন্যদের গুলিতে ৪ তালিবান যোদ্ধা  আহত হয়েছেন। এবং ২ জন শাহাদাত বরণ করেছেন।
উল্লেখ্য,আমেরিকান সৈন্যরা  নিরাপরাধ মুসলিম এলাকাবাসীদের উপর বোমা বর্ষণ করেছে। ফলে, ৫ ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও শিশু ও নারীসহ ১২ জন হতাহত হয়েছেন।

Post a Comment

0 Comments