ইমারতে ইসলামিয়ার তালিবান যোদ্ধারা বাগলান ও মিদান প্রদেশের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছেন।
প্রাপ্ত রিপোর্টে জানা যায়, গত তিনদিন ধরে বাগলান প্রদেশের জেলা কেন্দ্র বাগলানের মঙ্গল এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিসমূহ ও আশেপাশের চেকপোস্টগুলোতে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র হামলা চালিয়ে যাচ্ছেন তালেবান যোদ্ধারা।
উক্ত হামলায়,তালিবানরা ৮ টি বিশাল এলাকা, ৭টি সামরিক ঘাঁটি, এবং ৯টি চেকপোস্ট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্টা করতে সক্ষম হয়েছে।
উক্ত যুদ্ধে তালিবানরা ৪ সামরিক ট্যাংক, ৪ রেঞ্জার গাড়ী এবং ৪২ বিভিন্ন প্রকার হালকা ও ভারী অস্ত্রসহ অন্যান্য বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে মিদান প্রদেশ থেকে সংবাদ পাওয়া যায়, শনিবার ও রবিবারের মাঝামাঝি রাতে ঐ একই সময় জেলগা জেলার শত্রুঘাঁটি ও চেকপোস্টগুলোতে হামলা চালিয়েছে তালিবান যোদ্ধারা। যা তিন ঘন্টা যাবত অব্যাহত ছিলো। ফলে, এখন পর্যন্ত ৬ চেকপোস্ট নিয়ন্ত্রণ প্রতিষ্টা করেছেন তালিবান যোদ্ধারা। এছাড়াও তালিবানদের অসংখ্য আফগান সেনারা হতাহত ও গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে। internet.
প্রাপ্ত রিপোর্টে জানা যায়, গত তিনদিন ধরে বাগলান প্রদেশের জেলা কেন্দ্র বাগলানের মঙ্গল এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিসমূহ ও আশেপাশের চেকপোস্টগুলোতে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে তীব্র হামলা চালিয়ে যাচ্ছেন তালেবান যোদ্ধারা।
উক্ত হামলায়,তালিবানরা ৮ টি বিশাল এলাকা, ৭টি সামরিক ঘাঁটি, এবং ৯টি চেকপোস্ট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্টা করতে সক্ষম হয়েছে।
উক্ত যুদ্ধে তালিবানরা ৪ সামরিক ট্যাংক, ৪ রেঞ্জার গাড়ী এবং ৪২ বিভিন্ন প্রকার হালকা ও ভারী অস্ত্রসহ অন্যান্য বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে মিদান প্রদেশ থেকে সংবাদ পাওয়া যায়, শনিবার ও রবিবারের মাঝামাঝি রাতে ঐ একই সময় জেলগা জেলার শত্রুঘাঁটি ও চেকপোস্টগুলোতে হামলা চালিয়েছে তালিবান যোদ্ধারা। যা তিন ঘন্টা যাবত অব্যাহত ছিলো। ফলে, এখন পর্যন্ত ৬ চেকপোস্ট নিয়ন্ত্রণ প্রতিষ্টা করেছেন তালিবান যোদ্ধারা। এছাড়াও তালিবানদের অসংখ্য আফগান সেনারা হতাহত ও গ্রেফতার হওয়ার সংবাদ পাওয়া গেছে। internet.


0 Comments