দখলদার আমেরিকান ও তাদের আফগান অনুগত বাহিনী যৌথভাবে কান্দাহার প্রদেশের শাহওয়ালীকোট জেলায় হামলা চালিয়েছে।
আল ইমারাহ রিপোর্টে জানা যায়, বুধবার রাতে এশারের সময় লাউহাটা এলাকায়
দখলদার আমেরিকান ও তাদের অনুগত আফগান বাহিনী যৌথভাবে পৈশাচিক হামলা চালায়
এবং উক্ত এলাকায় কাজের জন্য আসা ১০জন শ্রমিককে হত্যা করে দেয়। ৪ জনকে গুরুতর
আহত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,
দখলদার আমেরিকান ও তাদের অনুগত আফগান বাহিনী নির্মম হত্যাকাণ্ড থেকে ফিরার
পথে ১২ জন মুসলিমকে গেফতারে করে অজানা গন্তব্যে নিয়ে যায়। এছাড়াও সাধারণ
মুসলমানদের ২টি গাড়ি ও ২০টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।


0 Comments